Tuesday, December 3, 2013

সুখ পাখি

Posted by Arad dho


এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ


অবহেলায় পড়ে আছে ঐ আবাদি জমিখানি
সৎ মহৎ-এর সোনা ফলিতো যদি সেচিতে পানি।

শুনি নি কভু ফুল ফোটা দেখে ঘৃণা করে কেউ তাকে
জানি নি কভু আলোর বিচ্ছুরণে ভয় জাগে কারও বুকে। 

সুখ সুখ করিয়া জীবন জুড়িয়া জীবনের পথ ফুরালো, হায়! 
মহৎ পাখিটাকে আবদ্ধ করিতে জানলি না তোর বুকের খাঁচায়। 

হিংসা বিদ্বেষের অগ্নিশিখায় কতো না প্রাণ হারালো
অসৎ পিশাচের খড়গের নীচে কতো না রক্ত ঝরালো।

যে যত পারে মিথ্যার আড়ালে সম্পদের পাহাড় গড়িতে
আজ যেন তারাই বিজয়ের ঘোড়া চড়ে-বুদ্ধিমানের সারিতে। 

অসৎ-এর অর্জিত জ্ঞান-বুদ্ধি আজ, শোষণের মঝবুত হাতিয়ার 
সুরম্য অট্টালিকা গড়ে তারা, কেড়ে নিয়ে শোষিতের মুখের আহার। 

পাষাণের মতো খড়গ চালিয়ে লুটিলে সম্পদ-কতো না গৌরবে(!?)
জেনে রাখ, এ সর্প সম্পদই পৌঁছে দিবে তোকে সেই কদর্য রৌরবে




[রৌরব - ভীষণ পাপীদের জন্য নির্দিষ্ট নরক]
২৮ টি মন্তব্য
abdulhaqueমোহাম্মাদ আব্দুলহাক০১ এপ্রিল ২০১২, ১৮:৩২
bonofolএইচ এম শরীফ উল্লাহ০১ এপ্রিল ২০১২, ২০:৩৯
ফুল দিয়ে কি করবেন, আমার দিকে ঢিল ছোড়ে আঘাত করবেন! জানি ফুল দিয়ে আঘাত করলে তাতেও সুখ আছে। 


ধন্যবাদ আপনাকে।
attariqসফেদ কুহেলি০১ এপ্রিল ২০১২, ১৯:২৬
@};
শুভেচ্ছা রইল
bonofolএইচ এম শরীফ উল্লাহ০১ এপ্রিল ২০১২, ২০:৪১
অসংখ্য ধন্যবাদ সফেদ কুহেলী ভাই।

খুব ভালো থাকবেন।
শুভেচ্ছা
Niloy1073নির্ঝর নাসির০১ এপ্রিল ২০১২, ১৯:২৮
চমৎকার হয়েছে 
শুভকামনা রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০১ এপ্রিল ২০১২, ২০:৪২
ভালো লাগলো আপনার মন্তব্য।

শুভেচ্ছা জানবেন।
proprodeeptoপ্রদীপ্ত প্রদীপ০১ এপ্রিল ২০১২, ১৯:৩৮
 শুভ কামনা.....
bonofolএইচ এম শরীফ উল্লাহ০১ এপ্রিল ২০১২, ২০:৪৪
ধন্যবাদ আপনাকে প্রদীপ্ত প্রদীপ।

শুভেচ্ছা
dollarজিনজির০১ এপ্রিল ২০১২, ২০:৪৭
‍েবশ ভাল লাগল। শুভ কামনা রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০১ এপ্রিল ২০১২, ২১:৩৮
আমারও ভালো লাগলো আপনাকে পেয়ে।

শুভেচ্ছা জিঞ্জির ভাই।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু০১ এপ্রিল ২০১২, ২১:২৪
যে যত পারে মিথ্যার আড়ালে সম্পদের পাহাড় গড়িতে
আজ যেন তারাই বিজয়ের ঘোড়া চড়ে-বুদ্ধিমানের সারিতে।


সত্য কথা। কিন্তু মিথ্যায় অর্জিত সম্পদ দিয়ে আসলেই কি সুখে থাকা যায়? যে মানুষ শান্তিতে ঘুমাতে পারে সে মানুষই নাকি সুখী। এরা কি ঘুমাতে পারি।

দারুণ একটা কবিতা লিখেছেন শরীফ ভাই। শুভেচ্ছা জানবেন
bonofolএইচ এম শরীফ উল্লাহ০১ এপ্রিল ২০১২, ২১:৩৭
শুভেচছা আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অসৎ পথে অর্জনের হীন মানসিকতা যারা বুকে পোষণ করে তাদের আত্মা তো মৃত আমি মনে করি। ঐ মৃত আত্মায় সুখানুভূতি আছে বলে মনে হয় না।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু০১ এপ্রিল ২০১২, ২৩:৫৬
আমি একমত আপনার সাথে
Bedouinমুহাম্মদ সাঈদ আরমান০১ এপ্রিল ২০১২, ২২:০০
দারুন লিখেছেন ভাই 
শুভকামনা সতত
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ এপ্রিল ২০১২, ০০:০৪
সুন্দর মন্তব্যে আপ্লোত হলাম।

শভেচ্ছা জানবেন
shahidulhaque77শাহিদুল হক০১ এপ্রিল ২০১২, ২২:৩৬
ধন্যবাদ না জানালে খুব খারাপ লাগলো। খুব সুন্দর চেতনা। চমৎকার কবিতা। ধন্যবাদ রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ এপ্রিল ২০১২, ০০:০৬
ভালো লাগলো আপনার মূল্যবান মন্তব্য।

শুভেচ্ছা থাকলো 
খুব ভালো থাকুন।
juliaঈশিতা জুলিয়া০১ এপ্রিল ২০১২, ২২:৪৩
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ এপ্রিল ২০১২, ০০:০৯
আপনার উপস্থিতি খুব ভালো লাগছে ঈশিতা। কিছু বলে কমেন্ট করলে আরো ভালো লাগতো। 

অসংখ্য ধন্যবাদ ঈশিতা জুলিয়া।

খুব ভালো থাকবেন এই প্রত্যাশা।

শুভকামনা জানবেন।
juliaঈশিতা জুলিয়া০৩ এপ্রিল ২০১২, ০৭:০৪
লেখাটা খুব চমৎকার হয়েছে!! 

যে যত পারে মিথ্যার আড়ালে সম্পদের পাহাড় গড়িতে
আজ যেন তারাই বিজয়ের ঘোড়া চড়ে-বুদ্ধিমানের সারিতে।

অসৎ-এর অর্জিত জ্ঞান-বুদ্ধি আজ, শোষণের মঝবুত হাতিয়ার
সুরম্য অট্টালিকা গড়ে তারা, কেড়ে নিয়ে শোষিতের মুখের আহার। 
hrahman039নির্জন শিশির০১ এপ্রিল ২০১২, ২২:৪৪
সুন্দর, আত্মবিশ্বাসী কথামালা। ভাল লাগলো

শুভকামনা রইল আপনার জন্য
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ এপ্রিল ২০১২, ০০:১১
অনেক অনেক ধন্যবাদ নির্জন শিশির ভাই।

খুব ভালো থাকবেন সতত 

শুভেচ্ছা থাকলো।
sazzad77সাজ্জাদ হোসাইন০১ এপ্রিল ২০১২, ২৩:২৬
যে যত পারে মিথ্যার আড়ালে সম্পদের পাহাড় গড়িতে
আজ যেন তারাই বিজয়ের ঘোড়া চড়ে-বুদ্ধিমানের সারিতে। 


ভালো লাগলো। 
শুভেচ্ছা রইল

bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ এপ্রিল ২০১২, ০০:১৩
অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ ভাই।

খুব ভালো থাকবেন।

শুভেচ্ছা রইলো। 
Kazi007কাজী তুষার০২ এপ্রিল ২০১২, ০০:১৬
অসৎ-এর অর্জিত জ্ঞান-বুদ্ধি আজ, শোষণের মঝবুত হাতিয়ার
সুরম্য অট্টালিকা গড়ে তারা, কেড়ে নিয়ে শোষিতের মুখের আহার। 


সুন্দর লিখেছেন চরম সত্য এবং খাটি কথা

শুভেচ্ছা নিবেন আর
ভাল থাকবেন
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ এপ্রিল ২০১২, ০০:২৬
সুন্দর মন্তব্যে আপ্লোত হলাম কাজী তুষার ভাই। 
খুব ভালো থাকুন সতত।

শুভকামনা জানবেন।
Kazi007কাজী তুষার০২ এপ্রিল ২০১২, ০০:৩৬
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ এপ্রিল ২০১২, ১২:০৫
ধন্যবাদ তুষার ভাই।